অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিথ্যা সংবাদ তৈরি ও প্রচার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে সিরিয়ায় লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন সব ভিডিও তৈরি করছে যেখানে দেখানো হচ্ছে যে নানা চত্বর বা ময়দানে সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে তাদের লড়াই হচ্ছে এবং এভাবে তারা দেখাতে চাচ্ছে যে এইসব সংঘর্ষে সন্ত্রাসী গ্রুপগুলোই বিজয়ী হচ্ছে। ওই মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীরা এইসব ভিডিও তৈরি ও প্রচারের ক্ষেত্রে ইসরাইলি পদ্ধতি বা কৌশলগুলো ব্যবহার করছে যেমনটি করেছিল দখলদার ইহুদিবাদী সেনারা লেবাননের যুদ্ধ চলার সময়।
Leave a Reply