অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়ার সেভাস্তোপোলের কৃষ্ণসাগরীয় বহরে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। সোমবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে জানান মস্কোপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি বলেন, একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় ড্রোনটি নিজ থেকেই বিস্ফোরিত হয়। এখন শহরের পরিস্থিতি স্বাভাবিক। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সেভাস্তোপোল পরিবহন কর্তৃপক্ষের বরাতে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, এ ঘটনার পর কৃষ্ণ সাগরের বন্দর নগরীতে যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর কারণ জানায়নি কর্তৃপক্ষ। এর আগেও ক্রিমিয়া বন্দরে ড্রোন হামলা অথবা বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।
ড্রোনের ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া অথবা ক্রিমিয়ার অভ্যন্তরে হামলার ঘটনায় কিয়েভ কখনোই দায় স্বীকার করেনি।
সেভাস্তোপোল ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর। সেখানে বড় একটি নৌঘাঁটি রয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে দখল করে নেয় রাশিয়া। তবে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। এটিকে আবারও ইউক্রেনের অংশ হিসেবে যুক্ত করতে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
Leave a Reply