November 12, 2025, 11:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন আগামী বছর হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী ভোটার নিবন্ধনে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের জন্য ২০ হাজার ২৬৫ মেট্রিক টন চাল সহায়তা দিল দ. কোরিয়া গত অক্টোবরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাকফুল- আংটি-বদনা ফিরে পেলেন বাগেরহাটের শ্রাবণী বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাটে অবাধে চলছে অতিথি পাখি শিকার চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বন্ধ থাকা বেসরকারি পাটকল চালু ও বকেয়া মজুরি পরিশোধসহ ৬ দফা দাবিতে  সড়ক অবরোধ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্ধ থাকা বেসরকারি পাটকল চালু ও বকেয়া মজুরি পরিশোধসহ ৬ দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। রোববার (১০ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় এ কর্মসূচি পালন করে শ্রমিকরা। বেসরকারি পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এই কর্মসূচির আয়োজন করে।

পাটকল শ্রমিকরা জানান, নগরীর বেশ কয়েকটি বেসরকারি পাটকল মালিকপক্ষ বন্ধ করে দিয়েছেন। কিন্তু শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। এর ফলে শ্রমিকরা আর্থিক সংকটে রয়েছেন। যার কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

শ্রমিক নেতারা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকের পাওনা পরিশোধের আগ পর্যন্ত মিল থেকে কোনো মালামাল বের হবে না। তারপরও মিলের মালামাল রাতের অন্ধকারে বের করা হচ্ছে। মহসেন জুটমিলের শ্রমিকরা ৯ বছর অতিবাহিত হলেও তাদের চূড়ান্ত পাওনা আজও পায়নি। শিরোমণি হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিকদের পাওনা পরিশোধ না করে শ্রমিক নেতা মোস্তাফিজের নামে মিথ্যা মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। সোনালী, এ্যাজাক্স ও আফিল জুটমিলের শ্রমিকদের একই অবস্থা। মিলমালিকরা মিল দেখিয়ে কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে আসেন, সেই টাকা অন্য খাতে ব্যয় করেন। আর শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে রাজপথে নামতে হচ্ছে। শ্রমিকরা ধুঁকে ধুঁকে না মরার চেয়ে একবারেই মরতে চাই। এ সময় বিভিন্ন মিল মালিকের সঙ্গে কিছু শ্রমিক নেতারা আঁতাত করে চলছেন অভিযোগ তুলে তাদের তীব্র সমালোচনা করেন বক্তারা। এছাড়া শ্রমিক ঠকানো মালিকদের চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ সময় চলতি সপ্তাহের মধ্যে শ্রমিকদের সমস্যা সমাধান করা না হলে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং ১৭ সেপ্টেম্বর রোববার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফুলবাড়ী গেটে রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।

এর আগে সকাল থেকে বিভিন্ন জুটমিলের শ্রমিকরা ফুলবাড়ীগেট জনতা মার্কেটের সামনে জড়ো হতে থাকে, সকাল ১০টায় মিছিল সহকারে জনতা মার্কেট থেকে ফুলবাড়ীগেট রেললাইনের ওপর অবস্থান করে শ্রমিকরা। সেখানে এক ঘণ্টা অবস্থান শেষে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেটের জনতা মার্কেটের সামনে রাজপথ অবরোধ করে শ্রমিকরা। কিছুসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা সেখানেই বেলা ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা শহিদুল্লাহ খাঁ, সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কারি আসহাব উদ্দীন, লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান ও মো. বাবুল হোসেন প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page