অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে। এ সংবিধানে গণভোটের বিষয় নেই। গণভোট চাইলে আগামী নির্বাচনের পর সংসদে গিয়ে করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে। এ সংবিধানে গণভোটের বিষয় নেই। গণভোট চাইলে আগামী নির্বাচনের পর সংসদে গিয়ে করতে হবে।
শনিবার (৮ নভেম্বর) তিনি বলেন, আমাদের সমস্যা হলো শেখ হাসিনা ১৫/১৬ বছর শাসন করায় আমাদের মাঝে স্বৈরাচারী মনোভাব চলে এসেছে। যেগুলোতে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে। যেগুলোতে ঐক্যমত নেই তার বাইরে যাবার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জুলাই সনদ সই হয়েছে। এই সনদের প্রতি রেসপেক্ট থাকতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে চাপিয়ে দিতে পারবে না।