July 31, 2025, 6:32 am
শিরোনামঃ
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবপাচার দিবস উপলক্ষে মতবিনিময় সভা ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; বিএডিসির খাল এখন কৃষকের মরণ ফাঁদ তাবলিগ জামাতের দুই পক্ষের সমস্যা মেটাতে কমিটি গঠন : ধর্ম উপদেষ্টা  ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি আওয়ামী লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নিয়েছে আটক রিয়াদ ও তার দল একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

গীবত (পরনিন্দা) প্রসঙ্গে হাদীসে কুদসীসমূহ (বাংলা অর্থ)

গীবত বা পরনিন্দা করা একটি নিন্দনীয় চরিত্র। এটা মানব সমাজের পরস্পরের প্রতি হিংসাÑবিদ্বেষ, ঘৃণা ও মনোমালিন্যের সৃষ্টি করে। মহাগ্রন্থ আল  কোরআন ও হাদীসে গীবত প্রসঙ্গে অতি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোরআন মাজীদে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার ন্যায় গর্হিত কাজ বলে বর্ণনা করা হয়েছে। আর হাদীসে একে ব্যভিচার অপেক্ষা  জঘন্যতম  অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।
১. শেষ বিচার দিবসে কোন বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখবে এবং তার ভেতর দৃষ্টিপাত করবে। সে তাতে এরূপ কতকগুলো নেকী দেখতে পাবে, যা সে করেনি। তখন সে বলবে, “হে রব! এটা আমার জন্য কোথা থেকে আসল?” আল্লাহ্ বলবেন, “এটা সে সব কুৎসা, যা তোমার বিরুদ্ধে মানুষেরা বর্ণনা করেছিল। অথচ তুমি তা অনুভব করনি।” আবূ নুয়াইম আলোচ্য হাদীসখানা হযরত শাবীব ইবনে সা‘দ বালাবী থেকে বর্ণনা করেছেন।
২. শেষ বিচার দিবসে বান্দাকে তার আমলনামা খোলা অবস্থায় দেখানো হবে। সে তাতে এরূপ কতকগুলো সাওয়াব দেখবে, যা সে আমল করেনি। সে বলবে, “হে প্রতিপালক! আমি এ সওয়াবগুলি অর্জন করিনি।” তিনি বলবেন, “লোকগণ তোমার নিন্দা করেছিল, তারই পরিবর্তে আমি এগুলি লিখেছি।” আর অপর এক বান্দার সামনে শেষ বিচার দিবসে তার আমলনামা খুলে দেয়া হবে। সে বলবে, “হে প্রতিপালক! আমি কি অমুক দিন অমুক সওয়াবের কাজ করিনি? তখন তাকে বলা হবে, “তুমি মানুষের নিন্দা করতে। ফলে সেসব সওয়াব তোমার আমলনামা থেকে মুছে ফেলা হয়েছে। ”খারায়েতী আলোচ্য হাদীসখানা হযরত আবূ উমামা (রাঃ)এর সূত্রে বর্ণনা করেছেন।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page