অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ও বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও সরকার সম্পর্কে যেসব গুজব ছড়ানো হচ্ছে- তা প্রতিহত করতে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়কে এ নির্দেশনা দিয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ৩৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।
কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী এ কেআব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান এবং মো. হাবিবে মিল্লাত বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে বিগত ৩৪তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। একই সঙ্গে আগে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি সার্বিকভাবে পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর সম্প্রতি ব্রিকস সম্মেলন- ২০২৩ এ অংশগ্রহণের ওপর বৈঠকে রিপোর্ট উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, ‘ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড ব্রিকস প্লাস ডায়ালগ’ সভায় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের নেওয়া রূপকল্প- ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হয়।
চলতি সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ওপর সারসংক্ষেপ বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।