অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টায় এ ঘটনা ঘটে। এতে এক নারী কনেস্টবলসহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
আহতরা হলেন, কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২)।
আহতদের স্খানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস।
তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত ১০টার পর কে বা কারা থানায় ককটেল বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরনে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
একই সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এবং কেন এ বোমা হামলা ঘটিয়েছে তা এখনো বের করা সম্ভব হয়নি।।