January 29, 2026, 3:18 pm
শিরোনামঃ
মহেশপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু মহেশপুরে ধানের শীষ প্রতিক নিয়ে বিশাল মিছিল ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব
এইমাত্রপাওয়াঃ

গ্রামবাসীর কষ্ট লাঘবে প্রবাসীর অর্থায়নে ব্রিজ নির্মাণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বোয়াল জুড়ি খালের ওপর ১০ লাখ টাকা ব্যয়ে কয়েকটি গ্রামবাসীর কষ্ট লাঘবে ব্রিজ নির্মাণ করেছেন ওমান প্রবাসী দুলাল মোল্লা।

গতকাল দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে ফিতা কেটে ব্রিজের উদ্বোধন করেন প্রবাসী দুলাল মোল্লা।

ব্রিজটি নির্মাণের ফলে দুই উপজেলার হাজার হাজার বাসিন্দা উপজেলা সদরে যাতায়াত সহজ এবং শিক্ষর্থীসহ অন্যান্য লোকজনের চলাচলের পথ সুগম হলো। দুই উপজেলার মধ্যে রয়েছে কালচোঁ , তারাপাল্লা, রগুনাথপুর, কাদলা, কউইয়াসহ আরো কয়েকটি গ্রাম।

স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ-কচুয়া দুই উপজেলার সীমান্ত এলাকা বোয়াল জুড়ি খালের ওপর বহু বছরের পুরনো ব্রিজটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিলো। গতবছর ২৪ ডিসেম্বর মাঝখানের অংশ হঠাৎ ভেঙে খালে পড়ে যায়। যার ফলে দুই পাড়ের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

হাজীগঞ্জ কালচোঁ ইউপির সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, কয়েক দশক আগে জেলা পরিষদের অর্থায়নে এখানে একটি উঁচু ব্রিজ নির্মাণ হয়। ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় হঠাৎ মাঝখানে ভেঙে যায়। যার ফলে এলাকার সব শ্রেণি পেশার মানুষ দুর্ভোগে পড়েন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ব্রিজটি নির্মাণ হওয়ায় স্থানীয় কয়েক হাজার মানুষ উপকৃত হবে। প্রবাসী দুলাল মোল্লার প্রতি গ্রামবাসী কৃতজ্ঞ।

প্রবাসী দুলাল মোল্লা বলেন, মানুষের দুর্ভোগ দেখে ব্রিজটি নির্মাণ করেছি। এখন মানুষের কষ্ট লাঘব হবে। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার মত সামর্থ্যবান যারা আছেন তাদের উচিত হবে নিজ এলাকায় সাধারণ মানুষের জন্য কাজ করা।

আজকের বাংলা তারিখ



Our Like Page