December 19, 2025, 8:42 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ঝিনাইদহের মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম আটক ঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা বিজিবির অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক ও মাদক উদ্ধার মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ দক্ষিণ এশিয়ায় দূষিত বাতাসের কারণে বছরে অকালে মারা যাচ্ছে ১০ লাখ মানুষ : বিশ্বব্যাংক আগের মতোই স্থিতিশীল রয়েছে সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবছর বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৮ জন গত নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় ৪৮৩ জন নিহত ; আহত ১ হাজার ৩১৭
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় ফেনীতে ২০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
সোনাগাজী চারটি ইউনিয়ন, বিচ্ছিন্ন চরাঞ্চল এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়ের জন্য ৪৩টি স্থায়ী আশ্রয়কেন্দ্র (সাইক্লোন শেল্টার) এবং দেড় শতাধিক অস্থায়ী আশ্রয়কেন্দ্র (শিক্ষা প্রতিষ্ঠান) প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।
তিনি জানান, দুর্গতদের জন্য ১৪টি মেডিকেল টিম গঠন, ২ হাজার জন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমসূচি (সিপিসি) স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। চিড়া, মুডি, গুড, চিনিসহ পর্যাপ্ত শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা হয়েছে। স্যানিটেশন ও সুপেয় পানির জন্য বিশুদ্ধকরণ ২০ হাজার ট্যাবলেট রয়েছে। এছাড়া খাবারের ও বরাদ্দের পরিমাণ নির্ধারণ না থাকলেও চাহিদা অনুযায়ী সরবরাহের সক্ষমতা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, আজ সকাল থেকে ফেনীতে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপকূলীয় এলাকার জনসাধারণকে সতর্ক করতে এবং নির্দেশ পাওয়ার পরপরই নিরাপদে আশ্রয় কেন্দ্রে বা সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য মাইকিং করছে রেড ক্রিসেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিপিপি সদস্যরা। একইসাথে বিপদসীমা ও সংকেত অনুযায়ী উপকূলের ও চরাঞ্চলে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় একজন আবাসিক চিকিৎসককে প্রধান করে উপজেলার ৯ ইউনিয়নে ৯টি টিম ও জরুরি স্বাস্থ্যসেবার জন্য ৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক হিরণ, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা জামিল আহমেদ খান, পল্লী বিদ্যুৎ অফিস সোনাগাজীর এজিএম মো: দেলোয়ার হোসেন, আনসার ভিডিপির কর্মকর্তা রাবেয়া সুলতানাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page