22 Feb 2025, 10:45 pm

চট্টগ্রামের নিখোঁজ তরুণী লাইভে এসে বললেন ‘আমাদের কেউ বিরক্ত করবেন না’

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৪ দিনপর ভিডিও বার্তায় নিজের অবস্থান জানান দিলেন নাফিজা জান্নাত রাখি (১৫) নামের এক তরুণী।

পরিবারের দাবি, সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসায় আসার পথে নিখোঁজ হয় সে। এই ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছেন তরুণীর পিতা নাছির উদ্দিন।

এদিকে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাখির দেয়া একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে রাখির সদ্য বিবাহিত স্বামী দাবি করা আদর নামের এক তরুণকেও দেখা যায়।

রাখি বলেন, ‘আমি আদরকে ভালোবাসি, এজন্য স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে আসছি। আমাদেরকে খোঁজাখুঁজি না করার অনুরোধ করছি। আমরা নিজেদের মতো ভালো আছি।’

ভিডিওর শুরুতে আদর বলেন, ‘আপনারা এখনও আমাদেরকে যারা খুঁজতেছেন, আমার ফ্যামিলি ও রাখির ফ্যামিলির উদ্দেশ্যে বলছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। নিজের ইচ্ছায় সজ্ঞানে আমরা বিবাহ করেছি। আমরা একে অপরকে ভালোবাসি।’

উভয় পরিবারকে উদ্দেশ্য করে আদর বলেন, ‘প্লিজ আমাদেরকে খুঁজবেন না। আমরা নিজেদের মতো করে ভালো আছি।’

তরুণী নাফিজা জান্নাত রাখির বাবা নাছির উদ্দিন দাবি করেন, বাড়ি থেকে মাদরাসায় আসার সময় রাখিকে অপহরণ করা হয়েছে। রাখি দশম শ্রেণিতে উঠছে এবার। এক বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করতো।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *