বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে চিন্হিত একদল ভূমিদস্যু কতৃক নিরীহ পাঁচ পরিবারের প্রায় সাড়ে ১৫ শতক জায়গা অবৈধ ভাবে জবর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিবার গুলো বর্তমানে নিরাপত্তাহীন হয়ে পড়েছে এবং ভূমিদস্যূ সংঘবদ্ধ সন্ত্রাসীদের ভয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছে। পরিবার গুলোর অভিযোগ এ বিষয়ে তারা স্হানীয় প্রশাসনের কাছে বারবার আইনী প্রতিকার চাইলেও প্রশাসন নিরব ভুমিকা পালন করছে।
ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রহিমপুর গ্রামের মরহুম শাহ আলম চৌধুরীর ছেলে মো. সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলন অভিযোগ করেন তাদের ৫ পরিবারের নামে হাটহাজারী উপজেলার ফটিকা মৌজায় মায়ের খরিদা সূত্রে আর এস খতিয়ান নং ১৫২, আর এস দাগ নং ১৪১৮৭, বিএস খতিয়ান নং ১৬৬০, বিএস দাগ নং ১৩৫৯৩ এর ৩ শতক, দাগ নং ১৩৫৯৩ এর ৯ শতক ও ১৩৫৯৫ এর সাড়ে ৩ শতক মিলে সাড়ে ১৫ শতক জায়গা রয়েছ। এতে ওই জায়গার প্রতি লুলুপ দৃষ্টি পড়ে একই উপজেলার ৮ নং ওয়ার্ডে দক্ষিণ গুমান মর্দন গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে ভূমিদস্যু কামরুল ইসলাম ইকবাল, ৬ নং ওয়ার্ডের ফটিকা গ্রামের আবদুল খালেকের ছেলে আবদুল্লাহ আলমামুন,৪ নং ওয়ার্ড মীরের খীলের জসিম উদ্দিন, পশ্চিম দেওয়ান নগরের আতাউল হক, কাশেম ও সবুর গং এর। তারা ওই জায়গা জবর দখলের উদ্যেশ্যে গত জানুয়ারী মাস থেকে জায়গার মালিক পাঁচ পরিবারকে নানা ভাবে হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এমনকি ভূমিদস্যুরা জড়ো হয়ে বেআইনী ভাবে সশস্ত্র অবস্হায় জায়গা দখলের চেষ্টা চালায়। এতে পাঁচ পরিবারের লোকজন বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এমনকি আগস্ট মাসে ওই জায়গা জবর দখলের উদ্দেশ্যে ভূমিদস্যু গং পুনরায় হামলা চালায়। এতে পাঁচ পরিবার কোন উপায় না দেখে স্হানীয় প্রশাসন সহ আইন প্রয়োগকারী সংস্হার কাছে লিখিত ভাবে প্রতিকার চাইলেও প্রশাসন নিরব থাকায় জায়গার মালীকরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।
Leave a Reply