অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় প্রবেশ করে প্রভাব খাটিয়ে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মো. রায়হান (২৬) নামের ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভুঁইয়া।
গ্রেপ্তারকৃত রায়হান চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের পুত্র এবং হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
মডেল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভুঁইয়া জানান, গত মঙ্গলবার রাতে আলীপুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মো. তানভির (১৬) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার সহপাঠী সামীর বিন সাইফ (১৬) ও মো. রবিউল ইসলামকে (১৬) গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে মো. রায়হান থানায় প্রবেশ করে আটককৃত এই দুইজনের ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে পুলিশ তাকে নিষেধ করেন। এসময় তিনি প্রভাব খাটিয়ে পুলিশের দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করে এবং ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা করে। এই ঘটনায় পুলিশ তাকে আটক করে এবং দায়িত্বরত পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী জানান, মো. রায়হান এক সময় হাটহাজারী কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করলেও বর্তমানে তার কোনো দলীয় পদ পদবীতে নেই।