বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে নিবন্ধনবিহীনভাবে চলাচল করছে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন ধরনের অসংখ্য গাড়ি। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ অভিযানে গুরুত্বপূর্ণ এ স্থানে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচলের বিষয়টি ধরা পড়ে।
প্রথম দিনের অভিযানে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন টার্মিনালে ৬০টি বিভিন্ন ধরনের অবৈধ যানবাহনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১০টি রেজিস্ট্রেশনবিহীন ট্রেইলর গাড়িকে ৩০ হাজার টাকা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল করছে- এমন অভিযোগে আজ বিআরটিএ কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম বন্দরের ভেতরে সাইফ পাওয়ারটেক পরিচালিত বিভিন্ন টার্মিনালে অন্তত ৬০টি নানা ধরনের অবৈধ যানবাহনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া রেজিস্ট্রেশন না থাকায় ১০টি ট্রেইলর গাড়িকে ৩০ হাজার টাকা করে সর্বমোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সব গাড়িগুলোকে সতর্ক করা হয়েছে। যাতে এসব গাড়ি দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়।
অভিযানে আরও ছিলেন- বিআরটিএ’র চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আনোয়ার হোসেন, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা।
Leave a Reply