November 18, 2025, 6:11 pm
শিরোনামঃ
শেখ হাসিনা ও কামালের বিচার সুষ্ঠু ও ন্যায়সংগত হয়নি : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের বিবৃতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে ভারতের প্রতিক্রিয়া ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিংয়ে মামলা দায়ের মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন ; আগুনে পুড়ে গেছে ফাইল ও আসবাবপত্র গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় বোমা হামলায় ৩ পুলিশ সদস্য আহত রাজবাড়ীতে প্রবাস থেকে ফিরে স্ত্রীকে তালাক দিয়ে দুধে গোসল করলেন যুবক জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন
এইমাত্রপাওয়াঃ

চট্রগ্রামের সংবাদগুচ্ছ ; প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সহজ ভূমি সেবা প্রদান করতে হবে : ভূমি উপদেষ্টা 

বশির আলমামুন চট্টগ্রাম :  ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সহজ ভূমি সেবা প্রদান করতে হবে। সরকারি অফিস বিশেষ করে ভূমি অফিসগুলোতে নাগরিকগণ যেন হয়রানি মুক্ত ও সময় সাশ্রয়ী সেবা পায় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। মানুষ কি চায়-তা বুঝতে হবে। ভূমি উপদেষ্টা সোমবার (১৬ সেপ্টেম্বর)  চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শন শেষে এসব নির্দেশনা দেন। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টার  প্রথম কোন এসি ল্যান্ড অফিস পরিদর্শন এটি। নামজারি কার্যক্রম শেষে একজন আবেদনকারীর হাতে তাৎক্ষণিক খতিয়ান তুলে দেন।

 

হয়রানিমুক্তভাবে স্বল্প সময়ে নামজারি খতিয়ান হাতে পেয়ে উৎফুল্ল নামজারি আবেদনকারী নাজিম উদ্দিন  সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপদেষ্টা এসময় কাট্টলী সার্কেলে চলমান ডিজিটাল সার্ভে কার্যক্রমের চট্টগ্রাম প্রান্তের ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন করেন। কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী এসময় ভূমি সেবায় উদ্ভাবনী উদ্যোগ স্মার্ট রেকর্ডরুম, স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্ট কার্যক্রমের উদ্দেশ্য ও অগ্রগতি তুলে ধরেন।

অতিরিক্ত সচিব  জিয়া উদ্দীন আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার  মোঃ তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি ব্যবস্থা অটোমেশন প্রকল্প, ইডিএলএমএস প্রকল্প , জরিপ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্পিত ছিলেন।

 

৩৭৬ কোটি টাকা ঋণ পরিশোধ করে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ব্যবসায়ী

বশির আলমামুন চট্টগ্রাম : কয়েকশ’ কোটি টাকা ঋণখেলাপি থাকায় চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন আলমের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞাসহ পাসপোর্ট জব্দ করার নির্দেশ দিয়েছিলেন আদালত। বিভিন্ন সময় সবমিলিয়ে ৩৭৬ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করার পর তার বিদেশ যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। সেই সঙ্গে তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেন আদালত, অবশ্য সেটি ৪৫ দিনের জন্য।

 

শাহাবুদ্দিন আলম চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকার সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এস এ গ্রুপের চেয়ারম্যান।

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদেশে তাকে পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত।

জানা গেছে, রূপালী ব্যাংকের দায়ের করা একটি মামলায় রোববার অর্থঋণ আদালতে হাজির হয়েছিলেন শাহাবুদ্দিন আলম। এ দিন ২১ লাখ টাকার একটি পে-অর্ডার জমা দেন তিনি। একই সঙ্গে তিনি বিদেশ যাওয়ার অনুমতি এবং পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য আবেদন করেন। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন আদালত।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম তিন বছরে ৩৭৬ কোটি টাকা খেলাপিঋণ পরিশোধ করেছেন। আদালত সার্বিক বিবেচনায় তাকে ৪৫ দিনের জন্য পাসপোর্ট ফেরত ও বিদেশযাত্রার অনুমতি দিয়েছেন।

 

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রকাশ্যে যুবক খুন

বশির আল- মামুন চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় মো. মুসলিম উদ্দিন (৪৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ বলছে, ভাঙ্গারি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল—স্থানীয়ভাবে এমন তথ্য পেয়েছেন তারা। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে তা গ্রহণ করা হবে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মুসলিম একই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মিজান নামের যুবক বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকার একটি স্ক্র্যাপের দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিল। তার সঙ্গে আমির নামের আরও একজন ছিল। সেখানে প্রতিবাদ করতে যান মুসলিম। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ‘ওই যুবকের কোমরের উপরে বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। ওই যুবকের ভাঙ্গারির দোকান আছে শুনেছি। স্থানীয়ভাবে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভিকটিমের পরিবার দাফন-কাফন শেষে হয়তো এজাহার দায়েরের জন্য আসবে। আমরা এজাহার গ্রহণ করবো। কিন্তু আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page