April 7, 2025, 4:04 am
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

চলছে তৃতীয় দফায় শৈত্যপ্রবাহ ; তীব্র শীতে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চুয়াডাঙ্গার ওপর দিয়ে চলতি শীত মৌসুমে তৃতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। গত রাত থেকে তাপমাত্রা কমে যাওয়ায় কন কনে শীত অনুভূত হচ্ছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিয়েছে। কিন্তু হিমেল হাওয়ায় স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। তাপমাত্রা আরও কমার সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।

চুয়াডাঙ্গা শহরের নতুন বাজারের নৈশ প্রহরী ৭১ বছর বয়সী রেজাউল জানান, প্রচন্ড শীতে রাতে পাহারা দেয়াই মুশকিল হয়ে গেছে। এ বাজারে প্রত্যকটি দোকানের দিকে সারা রাত নজর রাখতে হয়। শীতের কারনে বাজারে ঘোরাঘুরি করতে খুবই কষ্ট হচ্ছে। শীতে খুব খারাপ দিন যাচ্ছে।

চুয়াডাঙ্গা সদর উপজলার বোয়ালিয়া গ্রামের রবিউল ইসলাম বলেন, এবার প্রথম থেকে শীত পড়েনি। বর্তমান যে শীত পড়েছ তাতে প্রচন্ড ঠান্ডা। যে  কাপড় আছে তা সব বের করে গায়ে দিচ্ছি, তাতেও শীত ভাঙছেনা। আগুন ধরিয়ে তার পাশে বসে থাকলে ভালো হতো।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page