অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত সাড়ে ছয় হাজার ফিলিস্তিনিকে থেকে আটক করেছে। এর মধ্যে ১৫৩ জন নারী এবং ৮১১টি শিশু রয়েছে।
‘দি প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব’ নামে ফিলিস্তিনের একটি নিরপেক্ষ ও বেসরকারি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটির দেয়া তথ্যমতে- অধিকৃত পশ্চিম তীর থেকে এসব নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্বর ইহুদিবাদীরা।
সংস্থাটি বলছে, আটক ফিলিস্তিনিদের মধ্যে ২,১৩৪ জনকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনেশনের নির্দেশ দেয়া হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ইসরাইলি সেনারা যে সমস্ত ফিলিস্তিনিকে আটক করে তাদেরকে কথিত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন দেয়া হয়।
এই আইনে যে সমস্ত ফিলিস্তিনিকে আটক করে কারাগারে রাখা হয় তারা কখনো জানতে পারেন না তাদের অপরাধ কী এবং তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এনে বিচার প্রক্রিয়াও সম্পন্ন করা হয় না। ফলে তারা ইসরাইলি আদালতে নিজেদেরকে রক্ষার জন্য কোনো আইনি সহায়তাও পান না। এই সমস্ত বন্দির আটকের মেয়াদ শেষ হয়ে এলে আবার সাজার মেয়াদ ছয় মাস বাড়িয়ে দেয়া হয়। এভাবে বছরের পর বছর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনে হাজার হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।
অধিকৃত ফিলিস্তিনজুড়ে ইসরাইলের ২৩টি কারাগার রয়েছে এবং এ সমস্ত কারাগারে আটক ফিলিস্তিনিদেরকে রাখা হয়েছে।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, আটক সাড়ে ছয় হাজার ফিলিস্তিনির মধ্যে ৬০০ বন্দী মারাত্মক রকমের বিভিন্ন রোগে ভুগছেন। এ সমস্ত ব্যক্তি মারাত্মক অসুস্থ থাকলেও তাদের ওপরে বিভিন্ন সময়ে নির্যাতন করা হয়। আটক ফিলিস্তিনিদেরকে খুবই অমানবিক পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে, তারা ঠিকমতো চিকিৎসা সেবা পান না বরং উল্টো অসুস্থতার জন্য মারাত্মকভাবে উপেক্ষার শিকার হন।
Leave a Reply