অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগিরই ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হবে। মার্কিন পণ্যের ওপর এই দেশগুলো যে শুল্ক আরোপ করে, আমেরিকাও সেই একই শুল্ক আরোপ করবে।
শনিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আগে আমরা এই কাজ করিনি। তবে আমরা শিগগিরই পালটা শুল্ক নীতির পথেই হাঁটব। ওরা আমাদের ওপর শুল্ক চাপাচ্ছে, আমরাও ওদের ওপর শুল্ক চাপাব। কোনো কোম্পানি হোক বা দেশ- যেমন চীন কিংবা ভারত। যেমন শুল্ক চাপানো হচ্ছে, আমরাও তেমন পদক্ষেপ নেব।”
ট্রাম্প জানান, আমেরিকার থেকে অনেক সুযোগ-সুবিধা নেয় ভারত। বরং এখন ভারতের উচিত, আমেরিকাকে সাহায্য করা।
আমেরিকা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও শুল্ক আরোপেরবিষয়টি উঠেছিল বলে জানিয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটনে মোদীর সঙ্গে বৈঠকের আগেও ভারতের শুল্কনীতির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ওদের প্রচুর শুল্ক, ব্যবসা করাই কঠিন’। এছাড়া, গত মঙ্গলবার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি চায় আমেরিকা। কিন্তু তা শুল্ক ছাড়ের বিনিময়ে নয়! মোদীর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে যে তিনি আমেরিকার শুল্কনীতি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন, সে কথাও জানান ট্রাম্প
Leave a Reply