অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় কিতাব আলী (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কিতাব আলী জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, স্থানীয়রা বুধবার সকালে হাউলি ইউনিয়নের কাদিপুর গ্রামের মাঠে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল লাশ উদ্ধার করে। স্বামী-স্ত্রী দু’জনই মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে কিতাবকে গলা কেটে ও কুপিয়ে হত্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।