অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গ ভ্যানচালক হত্যা মামলায় মো. সোহাগ (২০) নামের এক যুবককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
রুবেল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে। তিনি একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম শরীফউদ্দিন হাসু জানান, বয়স বিবেচনায় আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
মামলার এজাহার সূত্র জানায়, ২০২৩ সালের ২৭ জুন বিকেলে ভ্যানচালক রুবেলকে ভাড়া নেওয়ার কথা বলে বের করেন সোহাগ আহম্মেদ। তাকে কৌশলে কুতুবপুরের মর্তুজাপুর গ্রামের একটি মাঠে নিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। ওই ঘটনায় নিহতের বাবা ইয়ামিন আলী পরদিন চুয়াডাঙ্গা সদর থানায় সোহাগের নামে হত্যা মামলা করেন। সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যার পরদিন ২৮ জুন চুয়াডাঙ্গা সদর থানায় সোহাগকে আসামি করে মামলা করা হয়। একই বছরের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ একমাত্র আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আসামি সোহাগ আহম্মেদকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।
Leave a Reply