অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলে নিহতের ঘটনায় মূলহোতাসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর একটি দল। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সাভার এবং গাজীপুরে র্যাবের দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতার আসামিরা হলেন- চুরখাই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে কামাল হোসেন (৫২), কামাল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪০), কামালের অপ্রাপ্ত বয়স্ক ছেলে (১৫) ও ফুলপুরের চানপুরের নবী হোসেনের ছেলে নাঈম (১৯)।
এ বিষয়ে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৪ এর প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করে অধিনায়ক মহিবুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের জানান, চুরখাই গ্রামে গত বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে নিজের জমি বিক্রি করে ক্রেতাকে বুঝিয়ে দেওয়ার জন্য মাপতে গেলে প্রতিবেশী কামাল হোসেন ও পরিবারের সদস্যরা হামলা করে আবুল খায়ের ও তার ছেলে ফরহাদকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে। এ সময় আহত হয় আরও তিন জন। এই ঘটনায় সাত জনকে আসামি করে কোতোয়ালি থানায় আবুল খায়েরের ছেলে রিফাত মামলা করলে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে নিহত আবুল খায়েরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল তারই চাচাতো ভাই কামাল হোসেনের পরিবারের। এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে হাজির করার উদ্দেশে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply