January 7, 2026, 7:36 am
শিরোনামঃ
মাদারীপুর-১ আসনে তথ্য গোপন ; বাতিল হতে পারে বিএনপি প্রার্থী নাদিরা ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকীর মনোনয়ন বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের জুলাই অভ্যুত্থানে থানা লুটের ১৫ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি: ইসি সানাউল্লাহ হাদি হত্যা মামলায় ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান চট্টগ্রামে বিএডিসি অফিসে অস্ত্র নিয়ে হুমকি ; ঠিকাদার গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিআইজি’র ভাতিজা পরিচয়ে সাংবাদিককে তুলে নিয়ে গুম করার হুমকি লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ আমি প্রেসিডেন্ট ; আমাকে অপহরণ করা হয়েছে : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ব্রুকলিনের কুখ্যাত এমডিসি কারাগারে বন্দি মাদুরো দম্পতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জমে উঠছে কোরবানির পশুর হাট ; অসুস্থ পশু রোধে সতর্ক প্রানীসম্পদ বিভাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশব্যাপী জমে উঠছে কোরবানির পশুহাট। তবে চোরাই পথে ভারতীয় বা বিদেশী গরু এলে লোকসানের মুখে পড়তে হবে বলে শঙ্কায় দিন কাটছে খামারিদের।

এদিকে কোরবানির পশু নিরাপদ করতে গরু মোটা তাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে প্রাণী-সম্পদ অফিসের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতেও খামারে খামারে তদারকি বাড়ানো হয়েছে। তবে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দেশীয় পদ্ধতিতে গরু লালন-পালনে খরচ বেড়ে গেছে বলে দাবী খামারিদের। তাই চোরাই পথে বিদেশী গরু হাটে এলে লোকসানের মুখে পড়ার শঙ্কায় দিন গুনছেন তারা।

অবশ্য এরিমধ্যে রাজধানী ঢাকাসহ বড় বড় শহর কিংবা জেলা উপজেলায় বসতে শুরু করেছে পশুর হাট। বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। শহরের চেয়ে গ্রামের হাটই বেশি জমজমাট হয়ে উঠছে এখনই। কারণ শহরে পশু রাখার স্থান সংকটে হাট জমবে শেষ দিকে।

এদিকে, স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াতে কোন কোন এলাকায় হাটে সিসি ক্যামেরাও বসানো হয়েছে। কিন্তু সেসব হাটে পশুর সংখ্যা কম বলে জানান ক্রেতারা। আর ইতোমধ্যে যে সব হাটে পশু বিক্রি শুরু হয়েছে সেখানে দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের।

খামারিরা বলছেন, কোন প্রকার রাসায়নিক বা ক্ষতিকারক ওষুধ প্রয়োগ না করে দেশীয় পদ্ধতিতে খড়,তাজা ঘাস ও ভুষিসহ পুষ্টিকর খাবার খাইয়ে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। তাই দেশী গরুর দাম খানিকটা বেশি।

এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে খামারের গরু-ছাগল ও মহিষের ছবি আপলোড করে অনেক খামারিরা অনলাইনের মাধ্যমে গরু, ছাগল,মহিষ বিক্রিও শুরু করেছেন। পাশাপাশি বিভিন্ন হাটে যাতে অসুস্থ বা রুগ্ন কোন পশু কেউ বিক্রি করতে না পারে এবং খামারিরা যাতে কোন প্রকার স্টেরয়েড ও হরমোন ব্যবহার করতে না পারে সেজন্য মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া খামারিদের কাউন্সিলিং এবং পরামর্শ দিচ্ছে, প্রাণী সম্পদ অফিসগুলোও।

প্রাণী সম্পদ বিভাগের ভৈরব উপজেলা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান জানান, তৃনমূল থেকে শুরু করে প্রত্যেক খামার ও হাটে এবার পশু তদারকি জোরদার করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম গণমাধ্যমকে বলেছেন , কুরবানিতে দেশে চাহিদা রয়েছে ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি পশুর। এবার  প্রস্তুতি রয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি, অর্থাৎ চাহিদার বাইরে উদ্বৃত্ত ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু কুরবানির জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page