অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে জয়পুরহাটে প্রতারক চক্রের মূলহোতা ভুয়া মেজর আরিফুর রহ্মান দুই জনকে গ্রেফতার করেছের র্যাব। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান।
এতে উল্লেখ করা হয়, বুধবার রাতে জয়পুরহাট উপজেলার সদর জামালপুর বাজার এলাকা থেকে ভুয়া নিয়োগপত্র দেওয়ার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন- হলো বগুড়া জেলার গাবতলী উপজেলার কামার চট্ট গ্রামের মৃত আব্দুল জলিল সরকারের ছেলে আরিফুর রহমান (৫২) ও জয়পুরহাট সদর উপজেলার দাদড়া গ্রামের রসিক মন্ডলের ছেলে আব্দুল গনি মন্ডল।
মেজর মোস্তফা জামান জানান, আরিফুর রহমান নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিতেন। চার জনের এই চক্র ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। আরিফুর রহমান ২০১৬ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন এবং প্রতারণামূলক কার্যক্রম শুরু করেন। এই সিন্ডিকেট কখনও অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। আরিফুর রহমান প্রার্থীদের আশ্বস্ত করেন যে ঢাকা সেনানিবাসের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, অন্য আসামি আব্দুল গনি অনেক প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করে মূলহোতা ও ভুয়া মেজর আরিফকে টাকা দেন। ২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। র্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাকে আটক করে। পরে ভুক্তভোগীরা বাদী হয়ে জয়পুরহাট জেলার সদর থানায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।
Leave a Reply