অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন একটি প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা থেকে ইরানের সদস্যপদ বাতিলের তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি সদস্যদেশ। ৫৪ সদস্যবিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল বা ‘ইকোসোক’ মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব পাস করে ওই কাউন্সিলে ইরানের সদস্যপদ বাতিল করে।
ওই ভোটাভুটির অধিবেশনে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইরানের সদস্যপদ বাতিলের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই কাউন্সিল থেকে আগে ফ্রান্স ও ব্রিটেনের সদস্যপদ বাতিল করতে হবে কারণ ওইসব দেশে নারীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়।তিনি নিজ নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির দিকে মনযোগী হওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।
জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আমেরিকার পক্ষ থেকে ইরানবিরোধী প্রস্তাব উত্থাপনকে ‘নির্লজ্জ গুণ্ডামি, ভণ্ডামি ও দ্বৈত নীতি’ বলে প্রত্যাখ্যান করেছেন। এছাড়া, ভেনিজুয়েলা, ব্রাজিল, পাকিস্তান ও সিরিয়ার রাষ্ট্রদূতরাও ইরানবিরোধী প্রস্তাবটির তীব্র নিন্দা জানিয়েছেন।
Leave a Reply