April 10, 2025, 1:03 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

জাপানে আরো তুষারপাতের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের আবহাওয়া সংস্থা সোমবার জানিয়েছে, দুই সপ্তাহের তুষারপাতের পর আরো ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। ফলে, তুষারধস এবং বরফের রাস্তা দিয়ে চলাচল করতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশটির জাপান সাগর পাড়ের অঞ্চলগুলোতে প্রতি বছর ভারী তুষারপাত হয়। এ অঞ্চলগুলোতে অনেক স্কি রিসোর্ট রয়েছে। যার ফলে বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক এসব অঞ্চলে আসেন। কিন্তু এই মাসে বেশ কয়েকটি শহরে রেকর্ড পরিমান তুষারপাত হয়েছে। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে এবং প্রাণহানি হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সোমবার জানায়, নিগাতা, ইশিকাওয়া এবং নাগানো প্রিফেকচারের পাশাপাশি হিরোশিমা এবং শিমানে প্রিফেকচারসহ কিছু পশ্চিমাঞ্চলে আরো তুষারপাতের আশঙ্কা রয়েছে। সংস্থাটি ওইসব এলাকায় তুষারধস, বরফের রাস্তা এবং পানির পাইপ জমে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার জন্যও জনগণকে সতর্ক করেছে।

জেএমএ তথ্য অনুসারে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ, উত্তর আওমোরি শহরে পাঁচ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিগাতার উওনুমায় ৩ দশমিক ৮১ মিটার এবং ফুকুশিমা প্রিফেকচারের তাদামিতে ৩ দশমিক ১৩ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page