November 21, 2025, 10:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই বাংলাদেশি আটক ও মদ উদ্ধার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার রাজধানীসহ সারাদেশে ভূমিকম্পে দুই শিশুসহ ৬ জন নিহত ; আহত শতাধিক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত  ভূমিকম্পের সময় কুমিল্লায় ইপিজেডে প্যানিক অ্যাটাকে ৮০ নারী অজ্ঞান মেহেরপুরের আমন ধানের বাম্পার  ফলন ; কৃষকের মুখে হাসির ঝিলিক ভূমিকম্পে গাজীপুরে পোশাক কারখানা থেকে নামতে গিয়ে ৩ শতাধিক শ্রমিক আহত নরসিংদীতে ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধ নিহত নাটোরে বাহারি ফুলের নির্যাস থেকে তৈরী হচ্ছে লাল-নীল রঙের নজর কাড়া ভেষজ চা
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালে ২৮ দিনের সন্তানকে রেখে পালিয়ে গেল বাবা-মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৮ দিন বয়সী এক কন্যাশিশুকে রেখে পালিয়ে গেছেন বাবা-মা। শিশুটি বর্তমানে হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু অসহায় শিশুটির কান্না থামছেই না। তার বাবা-মায়ের খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে শিশুটিকে ভর্তি করান এক দম্পতি। হাসপাতালের রেজিস্টারে তাদের নাম রকিব-রোকসানা লেখা রয়েছে। গ্রামের বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলার কয়রা। বুধবার (১ মার্চ) বিকেলে শিশুটিকে হাসপাতালে রেখে চলে যান তার বাবা-মা। পরে হাসপাতালের কর্মকর্তারা শিশুটির দেখভাল করলেও হদিস পাওয়া যায়নি বাবা-মায়ের। এমন খবরে জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে যান উৎসুক জনতা।

হাসপাতালের সিনিয়র নার্স মাফিয়া সুলতানা বলেন, ‘এমন ঘটনা জেলায় বিরল। এর আগে কখনো এমনটি হতে দেখিনি। তবে বাচ্চাটি সুস্থ রয়েছে। হাসপাতালে থাকা এক মায়ের দুধ পান করেছে শিশুটি। তবে শিশুটির কান্না থামছে না।’

শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক জান্নাত আরা মিলি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। হাসপাতালের দেওয়া ঠিকানা অনুযায়ী বাবা-মায়ের খোঁজ নেওয়া হচ্ছে।’

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক মাহফুজুর রহমান সোহান জাগো নিউজকে বলেন, বাচ্চাটির শুরুতে শ্বাসকষ্টসহ কিছু সমস্যা ছিল। বর্তমানে সে সুস্থ আছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটির সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাচ্চাটির ঠিকানা খোঁজা হচ্ছে। না পাওয়া গেলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page