স্টাফ রিপোর্টার : ঝিনাইদহরে মহেশপুর উপজেলার মান্দাড়বাড়িয়া ইউনিয়নের কালুহুদা গ্রামে ২০০১ সালের ১৩ জুলাই জন্মলাভ করা মাতৃভাষা গণগ্রন্থাগার নামে এই বাতিঘর হাটি হাটি পা-পা করে ২৩তম বর্ষ অতিবাহিত করেছে। শিশু প্রতিষ্টানটি আজ মনে হচ্ছে যৌবনে পদার্পণ করছে।
১৩ জুলাই শনিবার সকালে মাতৃভাষা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণি শিক্ষক সম্মাননা, আনন্দ শোভাযাত্রা ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
মাতৃভাষা গণগ্রন্থাগারে হলরুমে গণগ্রন্থগারের প্রতিষ্ঠাতা সভাপতি এমকে টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক সাহা, যশোর ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহকারী অধ্যাপক ড. ওয়াহেদুল ইসলাম, প্রভাষক নিখিল পাল, রিপন,শাহিনুর রহমান, হারুন অর রশিদ, আসিফসহ মাতৃভাষা গণগ্রন্থাগারের সকল সদস্য ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকার স্বনাম ধন্য ৪ জন, ওয়ালিউল ইসলাম (‘মরণোত্তর’), প্রফেসর মোহাম্মদ হানিফ, মোঃ তবিবর রহমান ও মোঃ মাসুদুর রহমানকে গুণি শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply