স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কয়েকজনকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
গত ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজনকে আটক এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্র জানা যায়, মহেশপুরের কুসুমপুর ও কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
একই সময়ে উথলী ও মেদিনীপুর বিওপি এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
এছাড়া বাঘাডাঙ্গা বিওপি এলাকায় আটক এক নারীকে মানবিক বিবেচনায় ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামক মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।