স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের ৬শত ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামূল্যের পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৬ এপ্রিল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কুষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের দেওয়া বিনামুল্যের পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।
পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম।
পরে এলাকার ৬শত কৃষকের মাঝে ১ কেজি হারে পাটবীজ এবং ৫ কেজি হারে এমওপি ও ৫ কেজি হারে ডিওপি সার বিতরণ করা হয়।