স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উন্মে সালমা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জিয়াউর রহমান জিয়া, কবি শ্যামসুন্দর কুন্ডু প্রমুখ।
এরপুর্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।