স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপোর) উদ্যোগে কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ ফারজানা নাজনীন শাম্মী, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার আব্দুল্লা আল মামুন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) প্রমেট চন্দ্র বর্মন প্রমুখ।
পরে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
Leave a Reply