মোঃ বাবর আলী বাবু : ‘উদ্ভাবনী জয়োাল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য ঝিনাইদহের মহেশপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ ৯ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেরুননেছা, উপজেলা প্রকেীশলী শাহরিয়ার আকাশ, মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।