স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এলাকার অসহায় প্রতিবন্ধী, গরীব ছাত্র-ছাত্রী ও মহিলাদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন খাতের তহবিল থেকে উপজেলা প্রশাসন এলাকার অসহায় ১৪ জন প্রতিবন্ধী ব্যাক্তির জন্য হুইল চেয়ার, বিভিন্ন বিদ্যালয়ের ৮৫ জন গরীব শিক্ষার্থীর জন্য বাইসাইকেল, ৪০ জন গরীব মহিলার জন্য সেলাই মেশিন, মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪টি আইপিএস, ৭টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৭ সেট টেবিল-চেয়ার, হাবাসপুর ও খড়োমান্দারতলা হাইস্কুলের জন্য দুটি কম্পিউটার ও উপজেলার ৩৯০টি প্রাথমিক, হাইস্কুল ও মাদ্রাসার জন্য ফুটবল ক্রয় করে আজ ৬ নভেম্বর তা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে উপকরণভোগীদের মাঝে বিতরণ করা হয়।

উপকরণভোগীরা তাদের পাপ্য বুঝে পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসন ও মহেশপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিদ্যালয়ের শিক্ষকগণ, এলাকার সুধীগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।