স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ঋনের চাঁপে গোলাম মাওলা নামে এক প্রবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালেমহেশপুর উপজেলার শিবানন্দপুর ঈদগাহ মাঠের পাশের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত প্রবাসী উপজেলার নাটিমা ইউনিয়নের কুড়িপোল চেয়ারম্যান পাড়ার মুসাবিদ মোল্লার ছেলে।
নিহতের ভাইপো শামীম জানান, আমার চাচা ৭/৮ মাস আগে বিদেশ থেকে কাজ না পেয়ে বাড়ীতে ফিরে আসেন। অনেক টাকা ঋণ হয়ে যায়। ওই ঋণ শোধ করতে জমিও বিক্রি করেছেন। তবুও ঋণ শোধ হয়নি। যে কারণে কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় ঈদগাহের পাশে তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করেন।
মহেশপুর থানার সেকেণ্ট অফিসার এসআই আসাদ জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply