স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালসার গ্রামে গলায় ফাঁস দিয়ে শামীমা খাতুন (৩৫) নামের এক স্বামী পরিত্যক্তা নারী আত্মহত্যা করেছে। ঐনারী মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামের মৃত ফরজ আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে বাড়ীর রান্না ঘরে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশ গিয়ে নিহত শামীমা খাতুনের লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যর সঠিক কারন জানতে লাশ ঝিনাইদহে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।