December 23, 2025, 10:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের কৃষিতে আব্দুল হকের গুটিসারে সম্ভাবনার নতুন দিগন্ত মাগুরায় নহাটা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত  সারাদেশের সাংবাদিকদের নিয়ে মহাসম্মেলন করবে  নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন পিনাকী ও ইলিয়াসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ‘মধ্যযুগীয় কায়দার’ বর্বরতা : নূরুল কবীর হাদি ইস্যু নিয়ে উদ্বেগ থাকলেও ভোটের আগে কেটে যাবে : প্রধান নির্বাচন কমিশনার প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় ১৭ জন গ্রেফতার ; ফুটেজে শনাক্ত ৩১ পোস্টাল ব্যালটে ভোট দিতে ৫ লাখ ৭৫ হাজার প্রবাসী ভোটারের নিবন্ধন  ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জুলফিকার মর্তুজা খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে তারুণ্যের উৎসবে কিশোরী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সঞ্চয় প্রনোদনা বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প, হাইজিন উপকরণ বিতরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দরিদ্র নারীদের কর্মসংস্থান সহায়তা দিতে চলমান সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)–এর দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার, বিআরডিবির কর্মকর্তা বাহাউল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক।

স্বাস্থ্যকর্মীরা জানান, কিশোরীদের ব্যক্তিগত পরিচর্যা, পুষ্টি, স্যানিটেশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্পে অংশ নেওয়া শতাধিক কিশোরীকে স্যানিটারি ন্যাপকিন, হাইজিন কিট, ক্রিমসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়।

এ ছাড়া দরিদ্র ও মেধাবী ছয় শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, এই সহায়তা তাঁদের পড়াশোনায় উৎসাহ জোগাবে।

বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম বলেন, গ্রামীণ নারীদের স্বনির্ভরতা ও কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ কর্মসূচি নিয়মিতভাবে চালানো হচ্ছে। তিনি আশা করেন, এসব উদ্যোগ ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page