স্টাফ রিপোর্টার : “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এ শ্লো গান নিয়ে ঝিনাইদহের মহেশপুর কৃষি অফিস চত্ত্বরে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলের উদ্বোধন করা হয়েছে।
১৯ জুন বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার নুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তাফিজুর রহমান ও উপ সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান প্রমুখ।