October 31, 2025, 1:08 pm
শিরোনামঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সচিব ও কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ঐকমত্য কমিশনের একপেশে সুপারিশ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে :  বিএনপির মহাসচিব ৪৪তম আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত ইসির তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ায় ক্ষেপলেন এনসিপি নেত্রী শাপলার পরিবর্তে ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ চট্টগ্রামে র‍্যাবের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার; ২ জন আটক যশোরে ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ  একজন আটক সুনামগঞ্জে শিশুশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নড়াইলে চাঁদা দাবি; থানায় অভিযোগের পর ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় একের পর এক প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পাওয়ার টিলার-মোটর সাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে পাওয়ার টিলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অরণ্য (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ২৭ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে ও পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন অরণ্য। পথিমধ্যে পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সকালে অরন্য মোটরসাইকেল নিয়ে কলেজ যাওয়ার পথে এ্যাকসিডেন্ট করে । প্রথমে মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page