স্টফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কৃষি অফিসের উদ্যোগে প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের দেওয়া বীনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
৬ মার্চ বৃহস্পতিবার মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।
২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি হারে মুগ বীজ, ১০ কেজি হারে ডিএপি সার ও ৫ কেজি হারে এমওপি সার এবং ২০০ কৃষকের মাঝে ১ কেজি হারে তিল বীজ, ১০ কেজি হারে ডিএপি সার ও ৫ কেজি হারে এমওপি সার বিতরণ করা হয়।
সরকারের দেওয়া উল্লেখিত বীনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ফজলুল কবীর ।
Leave a Reply