স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হানিফ আলী হত্যান্ডের ঘটনায় জামাল উদ্দিন (৩৮) নামে এক আসামীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত জামাল একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
আজ ২২ জুলাই শনিবার সকালে নিহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহমুদ জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামাল উদ্দীন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১২/১৩ জনকে আসামী করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকালে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মাঠে ব্যবসায়ী বনাম কৃষকদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন সময় সংঘর্ষে আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হান্ফি আলীকে(৩৭) ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে কোঁটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
Leave a Reply