স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মনোরঞ্জন ঘোষ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে ধান মাড়াই মেশিন বিদ্যুতায়িত হয়ে গেলে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মনোরঞ্জন ঘোষ শিবানন্দপুর গ্রামের কান্তলাল ঘোষের ছেলে।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহের শেষকৃত্য সম্পন্ন হবে।