স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির অধিনে মহেশপুরের শ্রীনাথপুর, যাদবপুর, নিমতলা, জীবননগর ও মেদিনীপুর বিজিবির রাতভোর অভিযানে ২৮৬ বোতল ফেন্সিডিল ও ০.৯৪৭ কেজি গাজা ও মাটর সাইকেলসহ রায়হান খান (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবির সদস্যরা।
মহেশপুর ৫৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাত থেকে ভোর পর্যন্ত মহেশপুরের শ্রনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তেলটুপি গ্রামের রাস্তা থেকে মহেশপুরের জলিলপুর গ্রামের শুকুর আলী খানের ছেলে রায়হান খানকে ২৪ বোতল ফেন্সিডিলসহ একটি মটর সাইকেল আটক করে। একউ সময় নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা আখন্দগ্রামের মাঠ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ভোররাতে যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা পার গোপালপুর গ্রামের মাঠ থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। একই সময় মেদিনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মেদিনীপুর সঅমান্তর একটি আম বাগান থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এদিকে জীবননগর বিজিবি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ভোরে জীবননগর গ্রামের ভিতর থেকে ০.৯৪৭ কেজি গাজা উদ্ধার করেছে।
এঘটনায় পৃথক ভাবে মামলা হয়েছে।
Leave a Reply