স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সভা-সমাবেশ, খেলা, মেলা বা যেকোনো জনসমাগমমূলক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় খেলা, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অনিয়ন্ত্রিতভাবে গণজমায়েতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জননিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।
এ অবস্থায় উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে উপজেলার যেকোনো স্থানে সভা, খেলা, মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে প্রশাসনের লিখিত অনুমতি নিতে হবে। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
ইউএনও খাদিজা আক্তার বলেন, জনস্বার্থে গৃহীত এই পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা। প্রশাসনের অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠান বা গণজমায়েত আয়োজন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁদের মতে, সাম্প্রতিক সময়ে কিছু আয়োজনে ঘটে যাওয়া বিশৃঙ্খলার পুনরাবৃত্তি রোধে এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এদিকে, উপজেলা প্রশাসন ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্দেশনাটি প্রচার করছে, যাতে সাধারণ মানুষ সচেতনভাবে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে।