স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর বণিক কল্যান সমিতির সদস্যদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল শনিবার বিকালে জেলা পরিষদের অডিটোরিয়ামে মহেশপুর বণিক কল্যান সমিতির সভাপতি মমিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মহেশপুর বণিক কল্যান সমিতির সহ সভাপতি সেন্টু রহমান, সহ সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রিপন, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম, জাহিদ হাসান, কামরুজ্জামান লালন, রফিকুল ইসলাম প্রমুখ।
ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন রবিউল ইসলাম, প্রবীর কুমার দাস, বকুল মিয়া ও বনোমালি কর্মকার।