ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাইস্কুল মোড়ে অবস্থিত পুড়াপুড়া স্টোর উচ্ছেদে আজ বুলডোজার নিয়ে অভিযান চালাতে যায় পৌরসভার কর্তৃপক্ষ। তবে স্থানীয় জনগণ ও আশপাশের ব্যবসায়ীদের বাধার মুখে উচ্ছেদ কার্যক্রমটি স্থগিত রাখা হয়।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত দোকানের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পরও পুড়াপুড়া স্টোর কর্তৃপক্ষ সেখানে স্থানান্তরিত হয়নি। এ বিষয়ে তাদের তিন মাস সময় দেওয়া হলেও তারা কোনো ধরনের সাড়া দেয়নি বলে দাবি করা হয়। এ কারণেই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।
অন্যদিকে পুড়াপুড়া স্টোরের মালিক হাফিজুর রহমান জানান, নির্ধারিত স্থানে পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় তারা সেখানে যেতে পারেননি। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় দোকান স্থানান্তর করা সম্ভব হয়নি বলেও তিনি দাবি করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে বণিক কল্যাণ সমিতি হস্তক্ষেপ করে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে একটি বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এ ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।