স্টাফ রিপোর্টার : শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্র-জনতা।
ঝিনাইদহের মহেশপুর শহরের বিভিন্ন সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে শহরের কলেজ স্টান্ড, পুরাতন পৌরা সভার বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ চত্তর মোড়,পৌষ্ট অফিস মোড়সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়াও বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা পদত্যাগের পর আমরা ট্রাফিকের কাজসহ রাস্তা পরিস্কার পরিছন্নতায় কাজ করছি। সেই সাথে শিক্ষার্থীরা শহরেরর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনের জন্য কাজ করছেন।
শিক্ষার্থী ইকবাল হাসান মাহমুদ জানান, ট্রাফিকের পরির্বতে আমরাই শহরের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্ষম। থাকবেনা শহরে কান যানজট।
Leave a Reply