ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন গ্রামে এখন প্রকাশ্যে জুয়া খেলা চলছে। সাবেক ওসি আবু আজিফ বদলি হওয়ার পরই জুয়াড়ীরা যেন হাফ ছেড়ে বেঁচেছে। এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামে জোয়াড়ীদের ধরে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এএসআই রেজােওয়ানুর হকের বিরুদ্ধে।
জানা গেছে পারদখলপুর বটতলা বাজারে গভীর রাত পর্যন্ত নাজমুল হোসেন লিন্টুর দোকানে বোরহান উদ্দিন মাস্টার খাইরুল ইসলাম সব কয়েকজন নগদ টাকা দিয়ে জুয়া খেলছিল, খবর পেয়ে ঐ এএসআই লিন্টুর দোকানে না গিয়ে বাবুলের দোকানে গিয়ে আওয়াজ দিয়ে কথা বলতে থাকেন,ততক্ষণে জুয়াড়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সরজমিনে দেখা গেছে হরিণাকুন্ড উপজেলার পারদখলপুর, শ্রীরামপুর পোলতাডাঙ্গা, হরিশপুর রামচন্দ্রপুর, থানার পাশে পার্বতীপুর মাছের আড়তে,চটকাবাড়িয়ায় এলাকায় প্রকাশ্যে জোয়ার আসর বসে। ডিউটিরতো পুলিশের চোখের সামনে জুয়া খেলা চলে আসলেও কোন মাথা ব্যাথা নেই কারো।
অভিযোগ উঠেছে জুয়া খেলার তথ্য দিল তাদের ধরছে না পুলিশ। এ বিষয়ে সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এসআই রেজাওয়ানুর হক বলেন, ওসি স্যারের নির্দেশে সেখানে গিয়েছিলাম সেখানে কোন আলামত পাইনি।
অথচ খোঁজ নিয়ে জানাগেছে,তিনি লিন্টুর চেনা দোকানে না গিয়ে বাবুলের দোকানে
গিয়েছিল, রাত ২টার সময় বাবুলের দোকানেও তখন খেলা চলছিল,কিন্তু তাদেরও তিনি ধরেনি বরং চা পানি পান করে দেখা করে চলে এসেছেন বলে অভিযোগ উঠেছে।
এব্যাপারে নাজমুল হোসেন লিন্টু জানান, তাস খেলা অবৈধ জানি তারপরও খেলা খেলতে না দিলে পাহারা দেওয়া বন্ধ হয়ে যাবে।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান,দ্রুতই এব্যাপারে ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply