ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডে ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা পার্বতীপুর গ্রামের হবিবার রহমান ছেলে আল ইমরান ওরফে বুদো ও ভাইনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও হরিণাকুন্ডের পৌর কাউন্সিল নাসির উদ্দীন ৫ হাজার টাকা নগতে দিয়ে অসহায় পরিবারটিকে সরকারী ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগি আজ শুকবার সরাসরি থানায় উপস্থিত হয়ে তাঁর বক্ত্যবে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, গত মঙ্গলবার আমি আমার নিজের বাড়ির পাশে ছাগলের জন্য ঘাঁস কাটেতে যায়, এসময় আল ইমরান ওরফে বুদো আমাকে কুপ্রস্তাব দেয়, আমি রাজি না হওয়ায় আমার মূখ বেধে জোর পূর্বক পাশের তিল ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে নাসির কাউন্সিলর আমাকে ৫ হাজার টাকা দেয় ও ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ ব্যাপারে নাসির উদ্দীন বলেন, সালাম এর স্ত্রীকে আমি সবসময় সহযোগিতা করি। সে হিসাবে তাকে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এতে দোষের কি এবং তার নানি আমাকে কথা দিয়েছিল সে থানা কোটে যেতে পারবে না। ঘটনাস্থলে তার নানীও একই কথা বলেন।
এ ব্যপারে আল ইমরান ওরফে বুদো ওসিকে বলেন, স্যার আমি দোষি না হয়েও দোষি আমি সড়যন্ত্রের শিকার। আমি অন্য এক ব্যাক্তির খারাপ কাজ দেখে ছবি তোলাই আমাকে ফাঁসানো হচ্ছে।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় যতবড় শক্তিশালী যেই জড়িত থাকনা কেন তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply