অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের হীরাডাঙ্গা গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয়পক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাসানুজ্জামান, হায়দার আলী, আব্দুল গফুর, আনসার মোল্লা ও খয়বার মন্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সদর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজা ও আওয়ামী লীগ নেতা ফিরোজ বিশ্বাসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
পরে শনিবার উভয়পক্ষের সমর্থকরা হীরাডাঙ্গা গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজা বলেন, ফিরোজ যুবলীগ বা আওয়ামী লীগের কোনো সদস্য নয়। সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কিছুদিন আগে এলাকায় গরু লুটপাটের ঘটনা ঘটেছিল। তারই জেরে এ ঘটনা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আহতের পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনো কাউকে আটক হয়নি। কোনোপক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
Leave a Reply