January 31, 2026, 5:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস বাংলাদেশি সৌদি প্রবাসীদের ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা : রুহুল কবির রিজভী পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই : জামায়াতের আমির কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ  বন্দিবিনিময় চুক্তিতে ভারতে পাঠানো হলো ২৩ জেলেকে ; দেশে পিরলো ১২৮ জন ‘ভুল করে’ হত্যা মামলার আসামিকে ছাড়লো ময়মনসিংহ কারা কর্তৃপক্ষ ; আবারও আটক কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন আটক ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিত করা জরুরি : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ‘আইনের যথাযথ প্রয়োগই পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ করতে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজে “আইনের যথাযথ প্রয়োগই পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করত” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ১১ ডিসেম্বর সকালে কনজুউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব ঝিনাইদহ জেলা শাখা, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ অফিসের উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং ঝিনাইদহ পৌর মডেল স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন রিপা। সার্বিক তত্ত্বাবধান করেন ক্যাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু।
প্রধান অতিথি বলেন, আমাদেরকে পরস্পরের কল্যাণের কাজ করে যেতে হবে, বিধাতার সৃষ্টিকে ভালবাসতে হবে, সৃষ্টি জগতকে ভালবাসতে হবে। আমরা ব্যক্তিগত লাভের চিন্তা করি এর থেকে বের হয়ে আসতে হবে। মানবিকতার জায়গা প্রস্তুত করতে হবে। ধর্ম শিক্ষা, নৈতিক শিক্ষা এবং মানবতার শিক্ষায় সকলকে আত্মনিবেদিত হতে হবে।
তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে সামাজিকীকরণ করতে হবে, পরিবার সমাজ খেলার সাথীদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি, তবে আইন প্রয়োগের জন্য রাষ্ট্রের প্রয়োজন হয়। যে শিক্ষা পরিবার ও সমাজ থেকে পায়নি এই শিক্ষা রাষ্ট্রদেবে।তিনি বলেন মেয়েরা এগিয়ে যাচ্ছে ছেলেদেরকে সতর্ক হতে হবে সেই সতর্কতা শিক্ষায় প্রতিযোগিতায় নৈতিকতায়। তিনি দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page