এম এ কবীর.ঝিনাইদহ : আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ টিটিসির ইন্সটাকটর রাকিব হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা,ব্রাক প্রতিনিধি শিপ্রা বিশ^াস প্রমূখ। কর্মশালায় অংশ গ্রহন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথিন্দ্র নাথ রায়,ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, সরকারী কেসি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফেরোজ, কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ডিজিটাল প্লাটফর্মে ঝিনাইদহ জেলায় আত্মহত্যার কারণ,প্রতিকার এবং প্রতিরোধ পরিকল্পনার একটি পরিসংখ্যান চিত্র উপস্থাপন করেন। কর্মশালায় জেলার প্রশাসনের কর্মকর্তা,অফিস ষ্টাফ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, আত্মহত্যা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পাশাপাশি সামাজিক অপরাধ ও মাদকের আগ্রাসন রোধ করতে হবে। একইভাবে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে। আত্মহত্যা একটি মানসিক সমস্যার বহিঃপ্রকাশ। সমাজের সকল শ্রেণির মানুষকে আত্মহত্যা রোধে কাজ করার আহ্বান জানান তিনি। কর্মশালায় ঝিনাইদহ জেলায় আত্মহত্যার হার বেশী হওয়ার কারণ এবং তার প্রতিকার বিষয়ে বক্তারা বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। অনেকে তাদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।